প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন (প্রশ্ন সহ সমাধান)

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন
প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন এবং একই সাথে তার উত্তর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ সহায়ক। করোণাকালীন সময়ে তো বাচ্ছারা বিদ্যালয়ে যেতে না পেরে পড়ালেখার ক্ষেত্রে পরতে হচ্ছে নানা রকমের সমস্যার। আর সেই বিধায় শুধু মাত্র বাংলা কিংবা ইংরেজী নয় বরং প্রায় সকল বিষয়েই তাদের পড়ালেখার ক্ষেত্রে প্রতিবান্ধকতা সৃষ্টি করছে। তবে শিক্ষকগণ বাসায় পড়ানো জন্য নানা রকম ব্যবস্থা নিচ্ছে। পরীক্ষা নিচ্ছে অনলাইনে। এতে করে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন ও উত্তর এর একটি ফরমেট আগ থেকে পাওয়া খুবই খুশিময় বিষয়। যে বিধায় আজকের আর্টিকেলে নির্দিষ্ট একটি বিষয় অর্থাৎ প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়েই আলোচনা করবো। আজকের আর্টিকেলে আমরা প্রথমে প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নের ফরম্যাট দেখবো এবং এরপর আমরা অনেকগুলো প্রশ্নের ছবি দেখবো। তাহলে চলুন শুরু করি প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন পর্বটি। ( ছাত্র জীবনে সফল হওয়াার ‍উপায় এবং দৈনিক পড়ার রুটিন সম্পর্কে জানুন )

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর

উদাহরণসরূপ প্রথমে আজকে আমরা দেখবো একটি প্রশ্নের নমুনা এবং এরপর ক্রমাগত কয়েকটি প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নের ছবি দেখবো। যাইহোক, আলোচনা দীর্ঘায়িত না করে চলুন শুরু করি প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ভিত্তিক আর্টিকেলটি।

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ভিত্তিক নমুনা

১। বাংলা শব্দার্থ লিখ:

বাদল = বৃষ্টি

সপ্তাহ = সাতদিন

বুনি = বুনন করি

সুন্দর = ভালো

বেলা = সময়

হাঁক = চিৎকার

টলটলে = পরিস্কার

সকল সবাই

মুক্তিযুদ্ধ = দেশকে স্বাধীন করার লড়াই

ঢালু = নিচু

মোদের = আমাদের

মুগ্ধ = বিভোর

কন্ঠ = গলা

বৃষ = ষাঢ়

অনুষ্ঠান = আয়জন

তৃণ = ঘাস

মমতা = মায়া

সৈকত = সমুদ্রের তীর

মিষ্টি = মিঠা

দুল = কানের গহনা

২। বাক্য গঠনঃ

ফুল = গোলাপ ফুল খুব সুন্দর।

সবুজ = ঘাসের রঙ সবুজ।

পশু = বাঘ আমদের জাতীয় পশু।

রং = জবা য়ুলের রং লাল।

সূর্য = পুব আকাশে সকালে সূর্য ওঠে।

ছুটি = আজ অমাদের ছুটি।

নেতা = বঙ্গবন্ধু আমাদের মহান নেতা।

বাংলাদেশ = আমাদের দেশের নাম বাংলাদেশ।

ইলিশ = মাছের রাজা ইলিশ।

নদী = মেঘনা আমাদের নদী।

সেলাই = সুচ দিয়ে সেলাই করি।

শিকার = ধনুক দিয়ে শিকার করি।

পিঁপড়ে = পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল।

দানব = পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো।

পতাকা = স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা।

৩। শূন্যস্থান পূরণ কর:

ক। সাদা শিউলি ফুলের বোঁটা …………………. রঙ্গের। উত্তর: কমলা

খ। বাগানের পাশে মাঠ জুড়ে …………………. খেত। উত্তর: সরষে

গ। মা পাখিটা …………………. আদর করল। উত্তর: বাচ্চাদের

ঘ। …………………. পড়ার টেবিল সাজাই। উত্তর: শনিবার

ঙ। শুক্রবার …………………. দিন। উত্তর: ছুটির দিন

চ। পিঁপড়ের খুব …………………. পেল। উত্তর: পিপাসা

ছ। গাছের ডালে ছিল একটি ………………….। উত্তর: ঘুঘু

জ। পিঁপড়ে …………………. বেচে গেল। উত্তর: প্রাণে

ঝ। বাগানে …………………. গাছ লাগাবো। উত্তর: নতুন

ঞ। পিঁপড়ে …………………. গায়ে কামড় দিল। উত্তর: শিকারির

ট। …………………. গাছ আমাদের জাতীয় গাছ। উত্তর: আম

ঠ। …………………. আমাদের জাতীয় পাখি। উত্তর: দোয়েল

৩। বাংলা কবিতা:

ক। ছুটি খ। ভোর হলো

৪। বাংলা প্রশ্নের উত্তর দাও:

ক। বাগানের পাশে কীশের ঝোপ?

খ। ঘুঘু পিঁপড়েকে কিভাবে বাচালো?

গ। কে শিকারির পায়ে কামড় দিল?

ঘ। গাছ আমাদের কি কি দেয়?

ঙ। কে মুক্তিযোদ্ধের ডাক দিল?

চ। খেলায় কয়টি দল আছে?

ছ। ঘুঘু কার বন্ধু হলো?

জ। আমাদের জাতীয় ফল কী?

ঝ। কয় মাস যুদ্ধ চলল?

ঞ। লোকটি তার ভুল কীভাবে বুঝলো?

ট। পাখির বাসায় কয়টি ছানা ছিল?

ঠ। ভোর হরো কবিতার লেখকের নাম কী?

ড। শুভুর দাদি কি করবেন?

ঢ। রুবির কয়টি বাগান ছিল?

ণ। শিউলি ফুলের রঙ কেমন?

উত্তর:

ক। বাগানের পাশে জবা ফুলের ঝোপ।

খ। ঘুঘু পানিতে পাতা ফেলে পিঁপড়ে কে বাচাঁলো।

গ। পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল।

ঘ। গাছ আমাদের ফুল, ফল ও চারা দেয়।

ঙ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধের ডাক দেন।

চ। খেলায় দুটি দল আছে।

ছ। ঘুঘু পিঁপড়ের বন্ধু হয়।

জ। আমাদের জাতীয় ফল কাঠাঁল।

ঝ। নয় মাস যুদ্ধ ছলল।

ঞ। নবীজির কথা মতে কাজ করে লোকটি তার ভুল বুঝলো।

ট। পাখির বাসায় দুইটি ছানা চিল।

ঠ। ভোর হলো কবিতার লেখক কাজী নজরুল ইসলাম।

ড। শুভুর দাদি সেলাই করবেন।

ঢ। রুবির দুইটি বাগান ছিল।

ণ। শিউলি ফুলের রঙ সাদা।

৬।  বাংলা ব্যাকরণ:

ক। পুরুষ কাকে বলে?

খ। উত্তম পুরুষ কাকে বলে?

গ। মধ্যম পুরুষ কাকে বলে?

ঘ। সন্ধি কাকে বলে?

ঙ। সন্ধি কত প্রকার ও কি কি?

চ। স্বরসন্ধি কাকে বলে?

ছ। ব্যঞ্জনসন্ধি কাকে বলে?

ঝ। নাম পুরুষ কাকে বলে?

৭। বিপরীত শব্দ:

অন্তর বাহির আকাশ পাতাল

অমৃত গরল আরম্ভ শেষ

অর্থ অনর্থ আচার অনাচার

অনুক‚ল প্রতিক‚ল আদর অনাদর

অগ্র পশ্চাৎ কোমল কঠিন

অনন্ত সান্ত টক মিষ্টি

আসা যাওয়া চোর সাধু

আসল নকল আয় ব্যয়

আশা নিরাশা আমদানি রপ্তানি

আয় ব্যয় উপকার অপকার

৮। এক বচনের বহু বচন লেখ:

শিশু শিশুরা মাছ মাছগুলো

জেলে জেলেরা বই বইগুলো

তুমি তোমরা রাখাল রাখালেরা

ও ওরা মাছ কত মাছ

সে তারা গরু গরুগুলো

গরু গরুগুলো এটা এগুলো

ছাত্র ছাত্ররা জেলে জেলেরা

৮। এক কথায় প্রকাশ:

যে কোন বাধা মানে না। = বেপরোয়া

বাধা দেওয়ার সময়। = পিরিমুড

স্বাধীনতার প্রতীক। = পতাকা

যিনি বিচার করেন। = বিচারক

যা করা উচিত। = কর্তব্য

আপন হয়ে কাছে থাকে। = বন্ধু

অহঙ্কার নেই যার। = নিরহঙ্কার

অন্যের অধীন নয়। = স্বাধীন

আদরের অভাব। = অনাদর

উপায় নেই যার। = নিরুপায়

৯। রচনা

ক। বিড়াল খ। ধান

মুলত এটি হলো প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ভিত্তিক একটি নমুনা প্রশ্ন। এবং তারই ধারাবাহিকতায় এখন আমরা দেখবো কয়েকটি প্রশ্নে ছবি। যা থেকে শিক্ষার্থীরা আরো বেশ কিছু ধারণা নিতে পারেন। চলুন শুরু করি।

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন ভিত্তিক ছবি

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নের ছবিগুলো হলো-

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নের নমুনা
প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নের নমুনা সমূহ

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে শেষ কথা

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে শেষ কথা

শিক্ষার্থীরা কোভিডের ভয়াবহতার কারণে বিদ্যালয়মুখী হতে পারছে না যা তাদের পরীক্ষাসহ জ্ঞান অর্জনে ব্যাপক একটি বাঁধা সরূপ কাজ করছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ সহ বাংলাদেশের শিক্ষা-ব্যবস্থা এই বিষয়ে খুবই কিউরিয়াস এবং সচেতন। যে বিধায় তাঁরা শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে কোনো রকম কমতি না পড়ে, সে দিকে লক্ষ্য রেখে তাদের জন্য অনলাইন ভিত্তিক পড়ালেখার একটি মাধ্যম ব্যবহার করছে। আর এতে করে মূলত শিক্ষার্থীরা তাদের পড়ালেখার ট্রেকে রয়েছে। ( ইংলিশ টু বাংলা উচ্চারণ শিখুন খুব সহজে এবং ছাত্রদের পড়ার রুটিন মান্য করে ভালো রেজাল্ট করুণ )

তবে সমস্যা হয় তখন, যখন তাদের অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। বিদ্যালয়ের ক্লাসগুলো করতে না পারায় পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কেমন ফরম্যাট হয়, সে সম্পর্কে জ্ঞান না থাকায় পরীক্ষার মধ্যে তাদের সমস্যায় পড়তে হয়। যে বিধায় আজকের আর্টিকেলে আমরা বিশেষ করে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রশ্নের একটি লিখিত ফরম্যাট সহ অনেকগুলো ছবি দেখানো হয়েছে। যাতে করে তারা প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন সহ অন্য সকল বিষয়ের প্রশ্ন সম্পর্কে কিছুটা হলেও অবগত হয়। আশা করি শিক্ষার্থীরা প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন সম্পর্কে জানতে পেরে উপকৃত হতে পেরেছে।

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন সম্পর্কিত প্রশ্ন-উত্তর

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নগুলোর পিডিএফ পাবো কোথায়?

জ্যানুয়ালী আপনি কোথায় উক্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পাবেন না। অর্জিনাল প্রশ্ন ফাস বিষয়ে বাংলাদেশ সরকার খুবই সিরিয়াস।

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন কি একই ধরনের হয়?

এর উত্তর সাধারণত হ্যাঁ। তবে বাংলা প্রশ্নের ধরন এমনই হয়।

প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *