সকল সিমের কোড (প্রয়োজনীয় সকল কোড সমূহ)

সকল সিমের কোড
BanglaTeach
E-Haq
Digital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking,...

Sharing is caring!

সকল সিমের কোড
সকল সিমের কোড

সকল সিমের কোড জানা বর্তমানে প্রায় প্রত্যেকের প্রয়োজন। কেননা আমরা কম-বেশি প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করি এবং একই সাথে ইন্টারনেট ব্রাউজ, ফোনকল ও এসএমএসের জন্য একটি যেকোনো অপারেটরের সিম ব্যবহার করে থাকি। তাই আপনি যে নির্দিষ্ট অপারেটরের সিম ব্যবহার করছেন, ঐ সিমের সকল প্রয়োজনীয় কোড জানা আপনার গুরুত্বপূর্ণ, যা ক্ষেত্রবেদে আপনাকে অনেক সহায়তা করবে। ( বাংলা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানুন এবং একই সাথে প্লে স্টোর ডাউনলোড করুণ সহজেই )

মূলত আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশে থাকা সকল সিমের কোড সমূহগুলো তুলে ধরার চেষ্টা করবো। আর এমনিতে নির্দিষ্ট সিমের যে সকল অফার কোডগুলো রয়েছে, সেগুলোও তুলে ধরা হবে আমাদের সাইটে।

বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশে সর্বমোট জনপ্রিয় ৫টি সিম অপারেটর কোম্পানি তাদের তাদের সার্ভিসগুলো প্রোভাইড করে যাচ্ছে। সেগুলো হলো-

  • রবি (Robi Sim)
  • এয়ারটেল (Airtel Sim)
  • গ্রামীণফোন (Grameenphone Sim)
  • বাংলালিংক (Banglalink Sim)
  • টেলিটক (TaleTalk Sim)

মূলত উল্লেখিত এই পাঁচটি সিম কোম্পানি তাদের সার্ভিস বা সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশের মানুষদেরকে। আর আজকের আর্টিকেলে বিশেষ করে উক্ত পাঁচটি কোম্পানির সিমের কোডগুলো জানার চেষ্টা করবো। আলোচনা বিলম্বিত না করে চলুন জানা যাক সকল সিমের কোড সমূহ।

সকল সিমের কোড সমূহ (BD All SIM Code)

সকল সিমের কোড সমূহ
সকল সিমের কোড সমূহ

সকল সিমের কোড সমূহ (BD All SIM Code) তুলে ধরার পূর্বে পাঠকদের সুবিধার্থে কিছু বিষয় প্রথমে তুলে ধরা ভালো যে, আজকের আর্টিকেলে মূলত আমরা উপরের নির্দিষ্ট ৫টি সিম কোম্পানির প্রয়োজনীয় কোডগুলো তুলে ধরবো। আর উল্লেখিত সিমের যে সকল বিষয়ের কোড সমূহ ‍হাইলাইট করা হবে, সেগুলো হলো-

  • সকল সিমের নিজ নাম্বার দেখার/চেক দেওয়া কোড
  • সকল সিমের মিনিট অফার এবং মিনিট চেক দেওয়ার কোড
  • সকল সিমের ইন্টারনেট অফার এবং ডাটা চেক দেওয়ার কোড
  • সকল সিমের ব্যালেন্স দেখার কোড নাম্বার
  • সকল সিমের মিসডকল এলার্ট বন্ধ এবং চালূ করার কোড
  • সকল সিমের ইন্টারনেট সেটিংস কোড
  • রিকোয়েস্ট কল কোড
  • এড FNF এবং MMS দেখার কোড সহ আরো অনেক রকম প্রয়োজনীয় সিমের কোড এর তালিকা দেখানো হবে।

উপরের উপাত্তের উপর ভিত্তি করে সকল সিমের দরকারী কোডগুলো নিয়েই আলোচনা করবো। তাহলে চলুন আলোচনা বিলম্ব না করে ধারাবাহিকভাবে সকল সিমের কোড নিয়ে আলোচনা করা যাক।

রবি সিমের সকল কোড (All Code of Robi SIM)

রবি সিমের সকল কোড
রবি সিমের সকল কোড

বর্তমানে ৫কোটি ৯ লাখের উপর রবি সিমের ব্যবহারকারী রয়েছে আর তা দিন দিন ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বাংলাদেশের মোট জনসংখ্যা তথা সিম ব্যবহারকারীর হিউজ একটি সংখ্যা রবি সিম ব্যবহার করার সাথে সংযুক্ত তাই, এটা সবারই বোধগম্য যে রবি সিমের সকল ধরনের কোড সম্পর্কে মোটামোটি ধারণা রাখা উচিত। আর তারই প্রেক্ষিতে আজকের আর্টিকেলের এই পর্বে রবি সিমের সকল কোডগুলো জানার চেষ্টা করবো। রবি সিমের কোড সমূহ হলো-

  • রবি সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • রবি সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *222#
  • রবি সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *8444*88#
  • রবি সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *222*3#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *140*14#
  • রবি এসএমএস – SMS দেখার কোড হলো *222*11#
  • এমএমএস – MMS দেখতে *222*13#
  • রবি সিমের ইন্টারনেট সেটিংস করতে *140*7#
  • এছাড়াও আছে রবি সিমে মিসডকল এলার্ট চালু করতে ON লিখে 8272 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে OFF লিখে পুনরায় 8272 নাম্বারে সেন্ড করুন।

রবি সিমের সকল কোড সমূহ এখানে তুলে ধরা হয়েছে, যা দ্ধারা দরকারী বা প্রয়োজনীয় মূহর্তে যেকোনো রবি ইউজার উপকৃত হতে পারে। এখানে যে সমস্ত সিমের কোড সমূহ উল্লেখ করা হয়েছে, সেগুলো ছাড়াও আরো বেশ অনেকগুলো প্রয়োজনীয় কোড রয়েছে, যা মূলত সেরকম ভাবে কারোই দরকার পরে না। তবে সার্বিকভাবে উপরে উল্লেখিত কোডগুলো কারো জানা থাকলে, নানা পরিস্থিতিতে, নানা কারণে মূহর্তেই উপকৃত হতে পারবে।

এয়ারটেল সিমের সকল কোড (All Code of Airtel SIM)

এয়ারটেল সিমের সকল কোড
এয়ারটেল সিমের সকল কোড

যদিও রবি সিম কোম্পানি এং এয়ারটেল সিম অপারেটর তাদের যৌথ প্রচেষ্টায় উভর কোম্পানি এক সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে অন্য সকল দিক দিয়ে তাদের উভয়ের অফার, কোড, সার্ভিস প্রায় ভিন্ন। যেমন আপনি যদি একটু অফারের দিকে লক্ষ্য করেন যে, তাহলে দেখতে পারবেন যে তুলনামূলক ভাবে রবি হতে এয়ারটেল সিমের সকল ধরনের অফারগুলো বেশ চৎকার চমৎকার হয়ে থাকে। এটাও তাদের ব্যবসার একটি কৌশল। যাইহোক, যেহেতু কোম্পানি এক হওয়া স্বত্ত্বেও তাদের সিমের প্রয়োজনীয় কোড ভিন্ন, তাই চলুন আলাদাভাবে জেনে নেওয়া যাক এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড সমূহগুলো। এয়ারটেল সিমের সকল কোড সমূহ হলো-

  • এয়ারটেল সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *778#
  • এয়ারটেল সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *778*39# অথবা *778*4#
  • এয়ারটেল সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *778*5# অথবা *778*8#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *778*2#
  • এমএমএস – MMS দেখতে *222*13#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস করতে *140*7#
  • এছাড়াও আছে এয়ারটেল সিমে মিসডকল এলার্ট চালু করতে *121*2*4# ডায়াল করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে পুনরায় *121*3*4# ডায়াল করুন।
  • এয়ারটেল কেয়ারে ফোন দেওয়ার কোড হচ্ছে 121
  • এয়ারেটেল সিমে রিকোয়েস্ট কল কোড হলো *121*5#

উপরোক্ত কোডসমূহ গুলো হলো এয়ারটেলের দরকারী সকল ধরনের কোড। আশা করি উক্ত কোডগুলো দ্ধারা একজন ব্যবহারকারী তথা এয়ারটেল গ্রাহক তাঁর নিত্যপ্রয়োজনে ব্যবহার করে উপকৃত হতে পারবে। এছাড়াও যেহেতু দিন দিন এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই আপনারা যারা এয়ারটেল ব্যবহারকারী রয়েছেন, তাঁরা এখান থেকে যে প্রয়োজনীয় কোডগুলো বেশি দরকার পরে, সগুলো মুখস্থ করে রাখতে পারেন। তাহলে আশা করি প্রয়োজনীয় মূহর্তে উপকৃত হতে পারবেন।

গ্রামীণফোন সিমের কোড সমূহ (All code of Grameenphone SIM)

গ্রামীণফোন সিমের কোড সমূহ
গ্রামীণফোন সিমের কোড সমূহ

ব্যবহারকারী দিক দিয়ে গ্রামীণফোন সিমের  হিউজ ইউজার সংখ্যা রয়েছে। বর্তমানে প্রায় গ্রামীণফোনের ইউজার সংখ্যা হলো ৭কোটি ৬৪লাখ ৬২ হাজার প্লাস। যা ক্রমাশ দিন দিন বাড়ছে। আর এর ধারাও অব্যহমান রয়েছে। যেহেতু জিপি সিমের হিউজ ব্যবহারকারী সংখ্যা রয়েছে, সেহেতু ব্যবহারকারীদের উচিত, নিজেদের স্বার্থে কিছু ক্ষেত্রে গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড সমূহ মুখস্থ রাখা অত্যান্ত প্রয়োজন। আর এই পর্বে আমরা প্রয়োজনীয় সকল গ্রামীণফোনের কোড জানার চেষ্টা করবো। গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় সকল কোড হলো-

  • গ্রামীণফোন সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *566#
  • গ্রামীণফোন সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *121*4#
  • গ্রামীণফোন সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *121*1*2#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*1*6#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *121*1*2#
  • এমএমএস – MMS দেখতে *121*1*2#
  • গ্রামীণফোন সিমের ইন্টারনেট সেটিংস করতে *121*1#
  • এছাড়াও আছে গ্রামীণফোন সিমে মিসডকল এলার্ট চালু করতে START MCA লিখে 6222 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে STOP MCA লিখে পুনরায় 6222 নাম্বারে সেন্ড করুন।
  • মিনিটি কিনতে ডায়াল করুন *121*4#
  • এমবি – MB কিনার কোড হচ্ছে *121*3#
  • ডিলিট FNF এর কোড হলো *121*1*5*3#
  • এড FNF এর কোড হলো *121*1*5*1#
  • গ্রামীণ ফোনের রিকোয়েস্ট কলের কোড হচ্ছে *123*নাম্বার#
  • পরিবর্তন FNF কোড হলো *121*1*5*5#
  • ডিলিট Supper FNF কোড হলো *121*1*5*3#
  • জিপি বা গ্রামীণফোণ কাস্টমার কেয়ার নাম্বার হলো 121

এখানে প্রায় সবগুলো কোড গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য তুলে ধরা হয়েছে। সবগুলোই গ্রামীণফোন ব্যবহারকারীদের প্রায় সময় দরকার পরে। তাই একজন সচেতন সিম ব্যবহারকারীর ‍উচিত হবে, এখানে উল্লেখিত সবগুলো কোড হতে যতটুকু সম্ভব মুখস্থ করে রাখা এবং প্রয়োজনে তা নিজ স্বার্থে ব্যবহার করা। আশা করি এখানে উল্লেখিত গ্রামীন সিমের কোড দ্ধারা উপকৃত হতে পারবে গ্রাহকগণ।

বাংলালিংক সিমের কোড সমূহ (All code of Banglalink SIM)

বাংলালিংক সিমের কোড সমূহ
বাংলালিংক সিমের কোড সমূহ

দেশের অন্য সকল সিমের ন্যায় বাংলালিংক সিমেরও বিস্তর ব্যবহারকারী রয়েছে। বর্তমানে বাংলালিংক সিমের সর্বমোট ব্যবহারকারীর সংখ্যা হলো ৩কোটি ৬৩লক্ষ্য ৩০ হাজার প্লাস। আর এই সংখ্যাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে, যেহেতু বাংলালিংক সিমের ব্যবহারকারীর সংখ্যার উপর ভিত্তি করে উক্ত সিমের সকল প্রয়োজনীয় কোড নাম্বার জানা কতটা গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি একজন গ্রামীণফোন ব্যবহারকারী হয়ে থাকেন এবং বাংলালিংকের সকল ধরনের দরকারী কোডগুলো সম্পর্কে জানতে চান, তাহলে নিম্নোক্ত দেওয়া তথ্য আপনার জন্যই। বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডগুলো হলো-

  • বাংলালিংক সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *511#
  • বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *124#
  • বাংলালিংক সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *124#5#
  • বাংলালিংক সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *124#2#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *125#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *124#3#
  • এমএমএস – MMS দেখতে *124#2#
  • বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিংস করতে All লিখে 3343 ডায়াল করুন।
  • এছাড়াও আছে বাংলালিংক সিমে মিসডকল এলার্ট চালু করতে START লিখে 622 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে STOP লিখে পুনরায় 622 নাম্বারে সেন্ড করুন।

আশা করি উপরোক্ত দেওয়া বাংলালিংকের সকল ধরনের কোডগুলো দ্ধারা আপনারা যারা বাংলালিংক ব্যবহারকারী রয়েছেন, তাঁরা বেশ চমৎকারভাবে উপকৃত হবেন। আর যদি আপনি উক্ত তথ্যগুলো তথা প্রয়োজনীয় কোডগুলো মনে না রাখতে পারেন, তাহলে দরকারে যাতে করে কাজে লাগাতে পারেন, তাই কোনো একটি নোটে তা লীপিবদ্ধ করে রাখতে পারেন। আশা করি পরোক্ষণে উপকৃত হতে পারবেন।

টেলিটক সিমের কোড সমূহ (All code of Taletalk SIM)

টেলিটক সিমের কোড সমূহ
টেলিটক সিমের কোড সমূহ

টেলিটক হলো বাংলাদেশের একমাত্র সর্বপ্রথম শুরু করা ৫জি সিম যা ২০২১ সালের শেষ দিকে সর্বপ্রথম তাদের ৫জি সেবা চালু করে। আর নুতনের দিকে যেহেতু আমাদের প্রজন্ম বিচরন করতে ভালোভাসে, সেহেতু খুব শ্রীঘই টেলিটকের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। বর্তমানে টেলিটকের মোট ব্যবহারকারীর সংখ্যা হলো ৫৮ লাখ ২০ হাজার প্লাস। আর এই সংখ্যাটি ২০২১ সালের শেষ দিকে অগণিত হারে বৃদ্ধি পেয়েছে। যাইহোক, যেহেতু এয়ারটেল সিম বাজারের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এবং দিন দিন এর ব্যবহারকারী সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এটা স্বাভাবিক যে, টেলিটক সিম ববহারকারীদের উচিত হলো সিমের কোড সমূহ সম্পর্কে ধারণা রাখা। আর এখন আমরা মূলত টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে জানবো। টেলিটক সিমের সকল ধরনের কোড সমূহ হলো-

  • টেলিটক সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে Tar লিখে 222 সেন্ড করুন।
  • টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *152#
  • টেলিটক সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *152#
  • টেলিটক সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *778*5# অথবা *778*8#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *152#
  • এমএমএস – MMS দেখতে *152#
  • টেলিটক সিমের ইন্টারনেট সেটিংস করতে SET লিখে 738 নাম্বারেসেন্ড করুন।
  • এছাড়াও আছে টেলিটক সিমে মিসডকল এলার্ট চালু করতে REG লিখে 2455 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে CAN লিখে পুনরায় 2455 নাম্বারে সেন্ড করুন।
  • টেলিটকে ফ্রী এমবি ব্যালেন্স – Free MB Balance দেখতে *152# ডায়াল করুন।
  • টেলিটক কেয়ার কোড  – TaleTalk care code হচ্ছে 121 ডায়াল করুন।

উপরোক্ত  দেওয়া সকল কোড সমূহ হলো টেলিটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড সমূহ। যদি কোনো টেলিটক গ্রাহক ব্যবহার করার সময় কোনো রকম সমস্যা মুখামুখী করে কিংবা ইন্টারনেট ব্রাউজিং, কলিং, এসএমএস দেওয়া সহ ইত্যাদি, তাহলে সে তৎক্ষণাৎ উপরোক্ত দরকারীয় কোডগুলোর মধ্য হতে নির্দিষ্ট কোড ব্যবহার করার মাধ্যমে এরকম পরিস্থিতি হতে রেহাই পেতে পারে।

মূলত এগুলো হলোই সকল সিমের কোড। আপনি কিংবা আমি যদি একজন বাংলাদেশী হয়ে থাকি, তাহলে এখানে যে ৫টি সিম কার্ড উল্লেখ করা হয়েছে, সেগুলোর যেকোনো একটি ব্যবহার করে থাকি। সুতরাং নিজের সুবিধার্থে আপনি স্ব সিমের কোড নাম্বার ইচ্ছা অনুযায়ী মুখস্থ করে রাখতে পারেন কিংবা কোনো একটি বিসশ্ত নোটে রাখতে পারেন। মূলত পাঠকগণের কারোই প্রয়োজন নেই এখানে উল্লেখিত সকল সিমের কোড সমূহুকে মুখস্থ করার কিংবা কাজে লাগানোর। জাস্ট এটি নির্ভর করে আপনার ব্যবহৃত সিমটির উপর। কোন সিম কার্ড ব্যবহার করছেন। অতএব সকল সিমের কোড না জেনে ব্যবহৃত সিমের কোড সম্পর্কে জানার চেষ্টা করুণ।

সকল সিমের কোড জানার প্রয়োজনীয়তা

সকল সিমের কোড জানার প্রয়োজনীয়তা

হেডিংটি যদিও সকল সিমের কোড জানার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো চেষ্টা করা হচ্ছে, তবে আপনি-আমি একজন হিউম্যান হিসেবে এটা কখনই সম্ভব নয় যে, একই সাথে বাংলাদেশে থাকা প্রায় সকল সিমের কোড সমূহকে একসাথে মুখস্থ করা। তবে একান্ত ব্যবহৃত সিম সহ আনুসাঙ্গিক কিছু কোড আমরা মনে রাখতে পারি এবং হয়তো বা তা নোটেও রাখা যেতে পারে।

যাইহোক, এখন কেন সকল সিমের কোড জানবেন? ক্ষেত্র বিশেষে নিজে উপকৃত হওয়ার জন্যই সকল সিমের কোড জানার প্রয়োজনীয়তা অনেক। যেমন আপনি জরুরি কোনো একটি মূহর্তে চাচ্ছেন যেকোনো একটি সিমে মিনিট অফার চেক দিতে। কিন্তু আপনার ডাটা না থাকায় অনলাইনে সার্চ দিয়ে জানতে পারছেন না। সেক্ষেত্রে আপনার যদি উক্ত সিমের প্রয়োজনয়ি সকল কোড নাম্বার মনে থাকতো, তাহলে খুব সহজেই সাগর-নদী কিংবা বাংলাদেশের যেকোনো প্রান্ত হতে কোড ডায়াল করে সিম কোম্পানির সার্ভিস উপভোগ করতে পারবেন। মূলত এই সব কারণেই সকল সিমের কোড জানা অত্যান্ত প্রয়োজন।

সকল সিমের কোড নিয়ে শেষ কথা

সকল সিমের কোড নিয়ে শেষ কথা

সকল সিমের কোড নিয়ে শেষ কথা বলতে আসলে তেমন কিছু বলার নেই। যেহেতু উপরে এই নেয় প্রচুর আলোচনা হয়েছে, সেহেতু সিমের কোড সম্পর্কে অবগত থাকা কতটা যুক্তিগত, তা আশা করি ইতিপূর্বে আপনারা জেনেছেন।

সকল সিমের কোড না মনে রাখতে পারলেও চেষ্টা করুণ আপনি যে নির্দিষ্ট সিমটি ব্যবহার করছেন, সেটিকে ব্যবহার করতে অর্থাৎ সেটির সকল কোড মনে রাখার কিংবা নোট রাখার। এতে করে নানা জায়গায় এর উপকারিতা আপনারা উপভোগ করতে পারবেন।

সর্বশেষ সকল সিমের কোড সম্পর্কে জানতে পেরে আশা করি একজন পাঠক হিসেবে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।

সকল সিমের কোড সম্পর্কিত প্রশ্ন-উত্তর

সকল সিমের কোড নাম্বার কি একই ধরনের হয়?

না। মূলত নির্দিষ্ট সিমের কোড নাম্বার আলাদা আলাদা হয়ে থাকে। সব সিমের কোড নাম্বার এক নয় বরং আলাদা আলাদা।

সকল সিমের কোডগুলো কি সবার জন্য জরুরি?

আমরা সবাই কিন্তু একই সময়ে সব ধরণের সিম ব্যবহার করি না। সুতরাং আপনি যে কোম্পানির সিমটি ব্যবহার করছেন, সেই সিমটি সকল কোড সম্পর্কে অবগত থাকা ভালো।

সকল সিমের কোড সম্পর্কে আরো জানতে

BanglaTeach
E-HaqDigital Marketer at- BanglaTeach

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

About E-Haq

E-Haq is the founder of BanglaTeach. He is expertise on Education, Health, Financial, Banking, Religious and so on.

View all posts by E-Haq →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *